সিকিমে তুষারপাত, পর্যটক নিষিদ্ধ

Must read

প্রতিবেদন : হিমাঙ্কের নিচে নেমেছে সিকিমের (Snowfall in sikkim) তাপমাত্রা। সাদা তুষারে ঢেকেছে চারপাশ। মঙ্গলবার সিকিমের (Snowfall in sikkim) রাজধানী গ্যাংটকের তাপমাত্রা নেমে যায় শূন্যে। মঙ্গলবারের পর বুধবারও তুষারপাত হবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। মিলল পূর্বাভাস। এদিকে, এই তুষারপাতের জেরে এখন বন্ধ করে দেওয়া হয়েছে নাথু লা এবং ছাঙ্গু লেক যাওয়ার রাস্তা। সেখানে যেতে গেলে পর্যটকদের নিতে হয় বিশেষ অনুমতি। কিন্তু এখন এই খারাপ আবহাওয়ার জন্য নাথু লা এবং ছাঙ্গু যাওয়ার জন্য অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে সিকিমের প্রশাসন এবং পর্যটন বিভাগ। চলতি সপ্তাহের পরিস্থিতি দেখে আবার অনুমতি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন-২০২২ সালে ১৮৫ জন মহিলা চলন্ত ট্রেনে বা স্টেশনে সন্তানের জন্ম দিয়েছেন

Latest article