রিতিশা সরকার, দার্জিলিং : তুষার-চাদরে মুড়ে গিয়েছে চারপাশ। সূর্য নিয়েছে ছুটি। হালকা ঝিরঝিরে বৃষ্টি আর কুয়াশা। এ যেন এক মায়াবী রাজ্য। তিন বছর পর এমন সকাল দেখল পাহাড়ের বাসিন্দারা। আর পর্যটকরা উপভোগ করলেন অনাবিল আনন্দ। সান্দাকফুর পর মঙ্গলবার রাত থেকেই তুষারপাত শুরু হয় দার্জিলিংয়ে (Darjeeling)। পাহাড়ের রানি দার্জিলিংয়ে শেষবার তুষারপাত হয়েছিল ২০১৮ সালের ২৭ ডিসেম্বর। দীর্ঘ তিন বছর পরে আবার যেন প্রাণ ফিরে পেল শৈলশহর। যদিও দার্জিলিং পার্বত্য এলাকার সান্দাকফু, ফালুট, টংলু ও বিকেভঞ্জন এলাকায় বেশ কয়েকদিন ধরেই তুষারপাত চলছে। সন্ধ্যার পরে শীতের দাপট ক্রমশ কমতে থাকার কারণেই বুধবার মাঝরাতে প্রথমে তুষারপাত শুরু হয় ঘুম স্টেশন সংলগ্ন এলাকা ও টাইগার হিলে (Tiger Hill)। ঘুম স্টেশন বরফের পুরু চাদরে ঢেকেছে। বরফে ঢেকেছে ট্রেনের লাইনও। ঘুম স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রয় ট্রেনও বরফের চাদরে ঢাকা পড়েছে। দার্জিলিঙে বরফ পড়ার কারণে সমতল এরিয়ায় সকাল থেকেই বৃষ্টি নেমেছে। বৃষ্টির কারণে কনকনে শীত পড়েছে। দেখা মেলেনি সূর্যের।
আরও পড়ুন-ক্ষমতায় এলে গোয়ায় স্বচ্ছ প্রশাসন, জনকল্যাণমূলক প্রকল্প চালু করার প্রতিশ্রুতি Abhishek Banerjee-র
বুধবার সকালে ঘুম স্টেশন টাইগার হিল (Tiger Hill) এলাকা ছাড়াও মিরিকের সীমানাতে ও সেন্ট পলস স্কুল রোড এবং সুকিয়াপক্ষরি এলাকাতেও বরফ পড়েছে। নিরাপত্তার কারণে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় যান-চলাচল। প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিষ্কার করা হয় রাস্তা। তুষারপাতের মজা নিতে সমতল থেকে বহু পর্যটক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…