অনেক স্মৃতি, জানি না আর আসব কিনা

সিডনি মাঠে একদিনের ক্রিকেটে ৩৩তম সেঞ্চুরি করলেন রোহিত। সব ফর্ম্যাট ধরলে ৫০তম সেঞ্চুরি। রো-কোর খেলা দেখতে শনিবারের সিডনি মাঠ ভরে গিয়েছিল

Must read

সিডনি, ২৫ অক্টোবর : সিডনি মাঠে একদিনের ক্রিকেটে ৩৩তম সেঞ্চুরি করলেন রোহিত। সব ফর্ম্যাট ধরলে ৫০তম সেঞ্চুরি। রো-কোর খেলা দেখতে শনিবারের সিডনি মাঠ ভরে গিয়েছিল। দুজনের কেউ নিরাশ করেননি। রোহিতের সেঞ্চুরির পাশ বিরাট ৭৪ নট আউট। রোহিত ম্যাচ ও সিরিজের সেরা।
লম্বা কেরিয়ারে আর কখনও এদের ডনের দেশে খেলতে দেখা যাবে না। খেলার পর রোহিত বলছিলেন, আমি সবসময় এখানে আসতে চেয়েছি। অস্ট্রেলিয়ায় খেলতে আমার ভাল লাগে। অনেক স্মৃতি মাথায় ঘোরে। অনেক কথা মনে পড়ে যায়। ২০০৮ থেকে নানা ঘটনা। জানি না আর কখনও অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পাব কিনা। কিন্তু এখানে খেলা উপভোগ করেছি। এরপর তিনি বলেছেন, অনেক দিন খেলায় ছিলাম না। কিন্তু ভাল প্রস্তুতি হয়েছিল। রান পাব এই আত্মবিশ্বাস ছিল।

আরও পড়ুন-বিশ্বকাপের ছাড়পত্র? এড়ালেন শুভমন

বিশ্বকাপে রোহিত ও বিরাট খেলবেন কিনা চর্চা রয়েছে। তবে অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ শেষ করে রোহিতরা বিশ্বকাপের আগে ২১টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পাবেন। অবশ্য যদি নির্বাচকদের তাঁদের উপর আস্থা থাকে। অধিনায়ক শুভমন গিলের কথায় যা ইঙ্গিত পাওয়া গেল তাতে দল বেশিদূর তাকাতে চাইছে না। দু’বছর তো অনেক দূরের ব্যাপার।
রোহিতের সঙ্গে যেমন ১৬৮ রান যোগ করেছেন, তেমনই বিরাটের গলাতেও শোনা গিয়েছে রোহিতেরই সুর। আর সেটা হওয়াই স্বাভাবিক। অ্যাডিলেড তাঁর পয়া মাঠ। সিডনি, মেলবোর্নেও প্রচুর রান করেছেন। খেলার পর বিরাটবলেন, এখানে খেলতে আমরা সবসময় পছন্দ করেছি। এই দেশেই আমাদের কিছু সেরা ক্রিকেট বেরিয়ে এসেছে। আর দর্শকদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি সেটা অসাধারণ। এরপর সবাইকে উদ্দেশ্য বিরাট বলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।

আরও পড়ুন-দক্ষিণ দিনাজপুরে ছয়ে ৬ তৃণমূলের কর্মিসভায় ডাক চন্দ্রিমার

খেলার পর রবি শাস্ত্রীকে বিরাট বলছিলেন, তুমি যতই রান কর, এই খেলাই তোমাকে সব দেখিয়ে দেবে। এই বয়সেও। আমার এখন প্রায় ৩৭। এই বয়সেও মনে হয় আমি জানি না কীভাবে রান করতে হয়। এই খেলাটা এইজন্যই এত আকর্ষণীয়। আর এই কারণেই আমরা ব্যাট করতে ভালবাসি। খেলাটা এত চ্যালেঞ্জিং যে রাস্তা খুঁজে নিতে হয়। আর এরকম সময়েই আমার সেরা খেলাটা বেরিয়ে আসে।
এরপর নিজেদের জুটি নিয়ে বিরাট বলেছেন, সেই ২০১৩ থেকে আমাদের জুটি শুরু হয়েছিল। আমরা খেলার পরিস্থিতি বুঝতে পারি। আমরা জানি যদি একসঙ্গে ২০ ওভার খেলি, বড় পার্টনারশপ গড়ি তাহলে যে কোনও ম্যাচ জিতিয়ে দেওয়া যায়। বিপক্ষ দলও সেটা জানে।

Latest article