প্রতিবেদন : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইন্টারনেট এখন জঙ্গিদের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। সমাজে অশান্তি, বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর কাজে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা। আধুনিক প্রযুক্তি সরকারকে এক নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কাউন্টার-টেররিজম কমিটির বিশেষ সভায় বক্তৃতা করতে গিয়ে এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)। বিদেশমন্ত্রী (S. Jaishankar) আরও বলেন, আজকের দিনে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর টুলকিটে শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে। সন্ত্রাসবাদ মানবতার জন্য একটি গুরুতর হুমকি। রাষ্ট্রসংঘের প্রচেষ্টা সত্ত্বেও সন্ত্রাসবাদের হুমকি ক্রমশ বাড়ছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকায়। এই সন্ত্রাসবাদীর মোকাবিলা করতে সকলকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ বিরোধী কাজে সহায়তা করতে ভারত চলতি বছরে রাষ্ট্রসংঘের তহবিলে ৫০ লক্ষ ডলার অনুদান দেবে বলে জয়শঙ্কর ঘোষণা করেন।