সংবাদদাতা, ঝাড়গ্রাম: জামবনি ব্লকের ঘুঁটিয়া গ্রামে এবছর ঘুঁটিয়া মা বাসন্তীর পুজো ৭০ বছরে পা দিল। এই ঐতিহ্যবাহী (heritage) পুজোকে ঘিরে এলাকায় এখন উৎসবের আবহ। টানা সাতদিন ধরে চলবে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সুদূর মুম্বই ও কলকাতার বিশিষ্ট শিল্পীরা অংশ নিচ্ছেন সাংস্কৃতিক আসরে। ঘুঁটিয়া সেজেছে চন্দননগরের রঙিন আলোকসজ্জায়।
আরও পড়ুন-বর্ষায় সতর্কতা, পলিথিনে ঢাকবে ল্যাম্পপোস্ট
এই পুজো শুধু ঘুঁটিয়া বা জামবনি ব্লকেই সীমাবদ্ধ নয়, প্রতি বছর ঝাড়খণ্ড ও ওড়িশা-সহ আশপাশের রাজ্যেরও প্রচুর দর্শনার্থী আসেন। বিশেষত চুটিয়া, চিঁচড়া, বালিডিহা, সাবলমারা, ভাতুর, পরশুলি, ফুলবেড়িয়া, বামনডিহা, গোদরাশোল, টুলিবর, চন্দ্রি, আউসপাল প্রভৃতি গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান এই পুজো ও মেলায়। নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে তাই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।থাকছে হস্তশিল্পের স্টল, খাবারের দোকান এবং নানা ধরনের বিনোদনী উপকরণ। ঘুঁটিয়া মা বাসন্তী পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক মিলনক্ষেত্র হয়ে উঠেছে।