ফের এসআইআর-এনআরসি (SIR-NRC fear) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে মৃতের সফিকুল গাজি। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। তাঁর বাড়িতে গিয়ে পৌঁছেছেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা।
অভিযোগ, এনআরসি-এসআইআর (SIR-NRC fear) আতঙ্কেই আত্মহত্যা করেছেন ব্যক্তি (৩৫)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ভাঙড়ের কাশীপুরের জয়পুরে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান শওকত মোল্লা। আশ্বাস দিয়েছেন পরিবারের পাশে থাকার। বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরেই এনআরসি আতঙ্কে ভুগছিলেন সফিকুল। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর আরও ভীত হতে থাকেন তিনি। বিধায়কের দাবি, এই আতঙ্কেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে সফিকুল। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন- মর্মান্তিক! যোগীরাজ্যে রেলস্টেশনে ভুল দিকে ট্রেন থেকে নেমে নিহত ৬
সফিকুল উত্তর ২৪ পরগণার হাড়োয়া ব্লকের কুলটি পঞ্চায়েতের ঘুসিঘটার বাসিন্দা। তিনি কয়েকদিন ধরে জপ্যপুরে শ্বসুরবারিতে থাকছিলেন। সফিকুলের স্ত্রী মদিরা বিবি দাবি করেছেন, তাঁর স্বামী বিগত কয়েকদিন ফহরে এসআইআর-এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন। তাঁর কাছে কোনও কাগজপত্র নেই বলে চিন্তায় ছিলেন। এই নিয়ে SIR আতঙ্কে মোট ৯ জনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ সামনে এসেছে।
বাংলায় এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। তা নিয়ে বহুবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধার্যণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল, মঙ্গলবার কলকাতার বুকে বিশাল মিছিল করেছিলেন দলনেত্রী, অভিষেক, দলের কর্মী সমর্থকরা এবং বহু সাধারণ মানুষ।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…