জঙ্গিযোগের অভিযোগে গ্রেফতার ভারতীয় নাগরিক। নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে পুনে (Pune) থেকে এক তরুণকে গ্রেফতার করল মহারাষ্ট্র ATS। সূত্রের খবর, ওই তরুণ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্থানীয় তরুণদের ব্রেন ওয়াশ করে তাদের জঙ্গি তৈরির চেষ্টা করেন তিনি বলে জানা গিয়েছে। পুলিশের তরফে খবর, পুনে শহরের কোন্ধোয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ধারায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন-সুপার কাপে আজ ফের নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান
সোমবার পুনেতে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে। পাকিস্তানের আল কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনের সাথে তার যোগসূত্র এবং তরুণদের মৌলবাদী করে তোলার ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকার কথা জানানো হয়েছে। গত মাস থেকে পুনে এটিএসের নজরদারিতে থাকা জুবায়ের হাঙ্গারগেকরকে গ্রেফতারের পরেই আদালতে হাজির করা হয়। বিশেষ ইউএপিএ আদালত তাকে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশ আদালতকে জানিয়েছে যে হাঙ্গারগেকরের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার এবং মহারাষ্ট্র এবং অন্যান্য শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশির সময় তারা অপরাধমূলক বেশ কিছু জিনিস উদ্ধার করেছে যা যুবকদের মৌলবাদে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
আরও পড়ুন-পুজো মিটতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু জোরকদমে
এর আগে, পুনে পুলিশ ২৭ অক্টোবর পুনে রেলওয়ে স্টেশনে চেন্নাই এক্সপ্রেস থেকে চার সন্দেহভাজনকে আটক করেছিল। সোমবার পুনে এটিএস অভিযান চালিয়ে দিল্লির সাদিক নগর থেকে মোঃ আদনান খান ওরফে আবু মুহারিব (১৯) এবং ভোপাল থেকে আদনান খান ওরফে আবু মোহাম্মদ (২০) কে ইসলামিক স্টেট-সম্পর্কিত একটি মামলায় গ্রেফতার করেছে। এই দুটি গ্রেফতার সাফ বুঝিয়ে দিচ্ছে যে আইএসের অনলাইন মৌলবাদ শাখা অত্যন্ত সক্রিয়। মানুষকে মৌলবাদে আবদ্ধ করার জন্য বেশ কয়েকটি কৌশল তারা ইতিমধ্যেই আয়ত্ত করেছে।

