শান্তনু বেরা, চণ্ডীপুর: চারদিক জলে থৈ থৈ। ডিজাস্টার ম্যানেজমেন্টের স্পিডবোটে চেপে ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে প্রত্যন্ত গ্রামের জলবন্দি মানুষদের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। কখনও লরিতে, কখনও নৌকোয় দুর্গত মানুষদের হাতে বিস্কুট-সহ শুকনো খাবার তুলে দিচ্ছেন। জুতো হাতে নিয়ে হাঁটুজল ভেঙে একের পর এক এলাকায় জলভাসি মানুষের পরিস্থিতি খতিয়ে দেখছেন। তিনি অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। নিজের চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর ১ ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত ও শিমুলিয়াতে বানভাসি পরিস্থিতি অবনতি হচ্ছে। খবর পেয়ে কলকাতা থেকে চণ্ডীপুরে চলে এসেছেন সোহম।
আরও পড়ুন : স্বস্তির খবর, শিশুদের মরশুমি জ্বর নিয়ন্ত্রণে
বিভীষণপুর হাইস্কুলে প্লাবিত মানুষদের জন্য ত্রাণশিবির খুলেছেন। পঞ্চায়েত সমিতির সহযোগিতায় খাবারের ব্যবস্থাও করেছেন। রুপোলি পর্দার নায়ককে নাগালে পেয়ে গ্রামের মানুষজন আপ্লুত। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের সঙ্গে বন্যানিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন সোহম। বিডিওদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। সোহম জানালেন, ‘সেচমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের একটা দল এলাকায় যেতে পারে । তবে ফের নিম্নচাপ। তাই সকলকে অনুরোধ আপনারা সুরক্ষিত থাকুন। আমরা সকলে মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।’