নয়াচরে সৌরবিদ্যুৎ প্রকল্প

রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের নয়াচরে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের নয়াচরে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি নয়াচরকে কেন্দ্র করে মত্স্য হাব এবং ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ার কাজ শুরু হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার নবান্নে নয়াচরের উন্নয়ন নিয়ে বিদ্যুৎ দফতর, মৎস্য দফতরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেই বৈঠকেই নয়াচর এই সমস্ত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসাবে নয়াচরকে গড়ে তোলার প্রস্তাব বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে চায়। সেখানে সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ার ব্যাপারে ইতিমধ্যেই এক সমীক্ষা করা হয়েছে। ওই এলাকায় লাভজনক ভাবে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে সমীক্ষায় উঠে এসেছে।

আরও পড়ুন-শিশিরের পদ খারিজ নিয়ে চিঠি কমিটির

একদিকে যেমন সারা দুনিয়া জুড়ে কার্বন নিষ্ক্রমণ নিয়ন্ত্রণে উৎসাহিত করা হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখেই রাজ্যের তরফে এই নয়া প্রকল্প সম্ভাবনা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে পারলে অনেকটাই উৎসাহী হবে বিনিয়োগকারীরা বলেই মনে করছেন নবান্নের শীর্ষ মহল। নবান্নের আধিকারিকদের মতে সৌরবিদ্যুৎ প্রকল্প লাভজনক হওয়ার জন্য ন্যূনতম যতটা দরকার এটা তার তুলনায় অনেকটাই বেশি। ফলে প্রকল্প লাভজনক হবে এবং বিনিয়োগ পেতে সুবিধা হবে। রাজ্য সরকারের ‘পাখির চোখ’ এখন নয়াচর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিল্পনা মতোই এই মীন-দ্বীপে ফিশিং হাব ও ইকো টুরিজ়ম তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমানে নয়াচরে বাম আমলে তৈরি ১৩টি মৎস্য সমবায় রয়েছে।

Latest article