পুরুলিয়ায় পানীয় জল দিতে বসছে সৌরপাম্প

কিন্তু তাদের কাজের গতি অত্যন্ত ধীর। তাই মুখ্যমন্ত্রী নিজে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে নতুন প্রকল্প গড়ে জল দিতে বলেছিলেন।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : প্রচণ্ড গরমে খরার জেলা পুরুলিয়ায় গ্রামে গ্রামে পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্পেই ভরসা রাখল জেলা পরিষদ। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থে এবং পুরুলিয়া জেলা পরিষদের ব্যবস্থাপনায় আপাতত জেলার দশটি ব্লকে ৫০০টি সোলার পাম্প বসানো হচ্ছে। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া জানিয়েছেন, পুরুলিয়ার প্রতিটি গ্রামে নলবাহিত পানীয় জল দেওয়ার কাজ শুরু করেছে জাইকা নামে একটি জাপানি সংস্থা।

আরও পড়ুন-ধানতলা-কাণ্ডে মুখ পুড়ল বিজেপির, ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্টেও উল্লেখ নেই ধর্ষণ বা খুনের

কিন্তু তাদের কাজের গতি অত্যন্ত ধীর। তাই মুখ্যমন্ত্রী নিজে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে নতুন প্রকল্প গড়ে জল দিতে বলেছিলেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ বিভাগের মন্ত্রী সন্ধ্যারানি টুডু বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং তিনি সৌরপাম্প বসিয়ে জল সরবরাহের জন্য প্রকল্পপিছু সাড়ে আট লক্ষ টাকা বরাদ্দ করেছেন। সেই টাকায় কাজ চলছে। সৌমেন জানান, জেলার পুরুলিয়া ১, পুরুলিয়া ২, ঝালদা ১, ঝালদা ২, নিতুড়িয়া, আড়শা, বাঘমুন্ডি, বললরামপুর, মানবাজার, বরাবাজার— প্রতিটি ব্লকে ৫০টি করে সৌরপাম্প বসছে। প্রথমে জায়গা চিহ্নিত করে একটি গভীর নলকূপ খোঁড়া হচ্ছে। তার সঙ্গে সোলার পাম্প যুক্ত করে জল তোলা হচ্ছে ওভারহেড জলাধারে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে জল দেওয়া হচ্ছে গ্রামে। গরম তীব্র হওয়ার আগেই এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

Latest article