অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষ, উরিতে শহিদ জওয়ান

Must read

উত্তর কাশ্মীরের উরিতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা আটকাতে গিয়ে প্রাণ হারালেন ভারতীয় সেনার (Soldier Killed) এক জওয়ান। বুধবার নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েক জন জঙ্গি। সেনার তৎপরতায় তা ব্যর্থ হয়।

আরও পড়ুন- খতিয়ে দেখা হবে পথকুকুর-রায়, বিতর্কের আবহে জানালেন প্রধান বিচারপতি

সূত্রের খবর, এ দিন নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জঙ্গির সন্দেহজনক গতিবিধি সেনার নজরে আসে। তাদের আটকাতে গেলে, নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। এই সংঘর্ষে এক জওয়ান (Soldier Killed) নিহত হয়েছেন। এলাকায় অনুপ্রবেশ বিরোধী এবং বিএটি (বর্ডার অ্যাকশন টিম) অভিযান শুরু করেছে সেনা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

Latest article