কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বায়ো মাইনিং পদ্ধতিতে

Must read

প্রতিবেদন : রাজ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরও মজবুত করতে রাজ্য সরকার বায়ো মাইনিং পদ্ধতি (Biomining method) অনুসরণ করে ১২৮টি পুর এলাকার জমে থাকা জঞ্জাল সাফাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ওই পুর এলাকাগুলির ১২৩টি লিগ্যাসি ওয়েস্ট বা দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ সরিয়ে ফেলা হবে বলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে সম্প্রতি এক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দফতরের বিশেষজ্ঞরা বিভিন্ন পুর এলাকা পরিদর্শন করে এই রিপোর্ট তৈরি করেছেন। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্জ্যের প্রক্রিয়াকরণের জন্য বিশেষজ্ঞ সংস্থা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শুরুর ১৫ মাসের মধ্যে তা সম্পূর্ণ করার শর্ত দেওয়া হয়েছে। এই একই পদ্ধতি (Biomining method) অনুসরণ করে ইতিমধ্যেই ধাপার মাঠের আবর্জনার স্তূপের ৫০ শতাংশ কমিয়ে ফেলা হয়েছে। এখনও সেখানে ১ লক্ষ ১০ হাজার মেট্রিকটন আবর্জনা সেখানে রয়ে গিয়েছে। যা সরিয়ে নেওয়ার কাজ চলছে। এই কাজে ২৭১ কোটি টাকা খরচ করা হয়েছে বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) জানিয়েছেন। সেখানে একটি ফুটবল মাঠ তৈরি করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।

আরও পড়ুন: মুর্শিদাবাদ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নেত্রী, উচ্চমাধ্যমিক পরীক্ষার পর জেলা সফর

Latest article