ঝাড়গ্রাম জেলার ৭৯ গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু হল

ই-কার্ট দ্বারা কঠিন বর্জ্য সংগ্রহের পতাকা প্রদর্শনের মাধ্যমে সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ রগড়াতে এই প্রকল্পের সূচনা করেন।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার ৭৯টি গ্রাম পঞ্চায়েতে (Panchayat) কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু হল। মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতে এক অনুষ্ঠানে জেলার ৭৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলাশাসক সুনীল আগরওয়াল ও জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি।

আরও পড়ুন-বিড়িশ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী গড়ে দেবেন হাসপাতাল

প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, এই প্রকল্পটি ঝাড়গ্রাম জেলার প্রতিটি অঞ্চলে মঙ্গলবার থেকে চালু করা হয়েছে। এর ফলে প্রতিটি এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। এলাকার মানুষ সুস্থ থাকবেন। পরিবেশও সুন্দর হবে। তাই নির্দিষ্ট জায়গায় পচনশীল ও অপচনশীল জিনিস রাখার জন্য তিনি আবেদন জানান সকলের কাছে। একইভাবে জেলার প্রতিটি ব্লকে মঙ্গলবার এই কর্মসূচির আয়োজন হয়। ই-কার্ট দ্বারা কঠিন বর্জ্য সংগ্রহের পতাকা প্রদর্শনের মাধ্যমে সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ রগড়াতে এই প্রকল্পের সূচনা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাস-সহ অনেকে। পাশাপাশি সাঁকরাইল ব্লকের সমস্ত অঞ্চলের প্রধানদের উপস্থিতিতে শুরু করা হয় এই প্রকল্পের কাজ।

Latest article