স্বাস্থ্যসাথীর সমাধান

সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে বলে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন।

Must read

রাজ্য সরকার স্বাস্থ্যসাথী (swasthyasathi) কার্ড নিয়ে ওঠা অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে একটি পৃথক ইউনিট তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে বলে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে এক যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এইজন্যে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে।

আরও পড়ুন-বেহাল রাস্তা মেরামতির কাজে হাত দিল পুলিশ

কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে বা কার্ড সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে কেউ অনলাইন বা অফলাইনে অভিযোগ জানালে তা খতিয়ে দেখে এই ইউনিট দ্রুত ব্যবস্থা নেবে।

Latest article