প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই, শনিবার বাংলা জুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। কোচবিহার থেকে কাকদ্বীপ, বাংলার প্রতিটি কোনায় মানুষের দরজায় পৌঁছে গিয়েছেন সরকারি আধিকারিকরা। মূলত ছোটখাটো সমস্যা সহজে সমাধান করতেই মুখ্যমন্ত্রীর এই কালজয়ী প্রকল্প। এদিন সকাল থেকেই মানুষ ভিড় করে এসেছেন ক্যাম্পগুলোতে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুরুতেই মানুষের মন জয় করে নিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান।
আরও পড়ুন-দিঘায় পর্যটকদের সুবিধার্থে আজ প্রকাশ হোটেল সংস্থার ট্যুরিস্ট গাইড
এই প্রকল্প ও তার কার্যকারিতা নিয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারা দেশে এই রকম উদ্যোগ এই প্রথম। এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ এলাকার সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করবেন, অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবেন আর আমাদের সরকার সেই তালিকা মেনে কাজের রূপায়ণ করবে। রাজ্য জুড়ে যে ৮০ হাজারের বেশি বুথ আছে, সব ক’টাতেই এটা হবে। ৩টে বুথ মিলে একটা ক্যাম্প হবে, যেখানে সরকারি কর্মীরা এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন। এভাবে মোট ২৭ হাজারেরও বেশি ক্যাম্প করা হবে। আজ প্রথম দিনে রাজ্য জুড়ে ৬৩২টি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। সরকারি হিসেবে জানা গিয়েছে, শনিবার প্রথম দিনের শিবিরগুলিতে মোট ১,৮৪,১৮২ জন মানুষ উপস্থিত ছিলেন। প্রতিটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের জন্য আমাদের সরকার বুথপিছু ১০ লক্ষ করে টাকা করে মোট ৮ হাজার কোটি টাকারও বেশি দেবে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন, আমি বাংলার সকল মানুষকে অনুরোধ করব, আপনারা সবাই আপনাদের কাছের ক্যাম্পে যান এবং নিজেদের মতামত দিন। সরকারি আধিকারিকরা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত। আমি এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিক-সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, সকলের সহযোগিতায় এই প্রকল্পও আমাদের অন্যান্য প্রকল্পের মতো চূড়ান্তভাবে সফল হবে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…