মল্লরাজার গড়ে, জামাই এল ঘোড়ার গাড়িতে

Must read

সংবাদদাতা, বিষ্ণুপুর : জামাইষষ্ঠী মূলত লোকায়ত প্রথা। ষষ্ঠীদেবীর পার্বণ থেকেই এই প্রথার উদ্ভব। অন্য এক মতে, প্রাচীন অরণ্যষষ্ঠী থেকে এর প্রচলন। দেবী ষষ্ঠী পুত্রদান করেন। তাই থেকে ১২টি ষষ্ঠী পালন চলে আসছে বাংলায়। ক্রমে ক্রমে এখন এটা জামাইকে ডেকে ভালোমন্দ খাওয়ানোতে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আর জামাই-বরণ ঘিরে চলে নানা চমকের প্রতিযোগিতা, অভিনবত্ব দেখানোর উদ্যোগ। সেলিব্রিটিদের জামাইষষ্ঠী প্রচারমাধ্যম ফলাও করে দেখায়। ঐতিহাসিক নগরে সেই অভিনব ছবি ধরা পড়ল। বিষ্ণুপুরের (Bishnupur) গড়দরজার রাহাবাড়ির জামাই অমিতাভ চক্রবর্তী ও মেয়ে অমৃতাকে আনা হল ঘোড়ার গাড়ি চড়িয়ে। বিষ্ণুপুর (Bishnupur) এমআইটি মোড় থেকে গড়দরওয়াজা পর্যন্ত। শুধু মেয়ে-জামাইকে নিয়ে আসাই নয়, রাজকীয়ভাবে জামাই-বরণ পর্ব চলল।

আরও পড়ুন: সরকারি অফিসারকে হুমকি বিজেপি নেত্রীর, নিন্দা সর্বত্র

Latest article