সোনাগাছি-মন্তব্যে মামলা, প্রাক্তন আইপিএসকে ধমক হাইকোর্টের

সোনাগাছি (Sonagachi) নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত।

Must read

প্রতিবেদন : সোনাগাছি (Sonagachi) নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত। বিচারপতি তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন। একইসঙ্গে তাঁর আইনজীবীকে ধমক দিয়ে বিচারপতি জানান, উনি কী বলতে চেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। কী বলেছেন সেটাই গুরুত্বপূর্ণ। শুক্রবার হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন জানান অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের আইনজীবী।

আরও পড়ুন-ছবি বিতর্কে সাসপেন্ড প্রান্তিক, রাজন্যা

আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেল সোনাগাছি নিয়ে এমন মন্তব্য করতে চাননি। তার পরিপ্রেক্ষিতেই ধমক দেন বিচারপতি ভরদ্বাজ। আগামী শুক্রবার তিনটের মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএসের করা বিতর্কিত বাংলা মন্তব্যের ইংরেজি অনুবাদ করে আনার জন্য আইনজীবীকে নির্দেশ দেয় হাইকোর্ট। সেইসঙ্গে নির্দেশ দেন, সব পক্ষের কথা না শুনে কোনওভাবেই রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনাসভায় বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত। সেখানেই তিনি বলেন, এটা অন্য জায়গা হলে বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে, এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতেই পারে না। এরপরই প্রশ্ন ওঠে, সোনাগাছিতে যাঁরা কর্মসূত্রে থাকেন, এই কথা কি তাঁদের অসম্মানিত করে না? এর পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয় পঙ্কজ দত্তর বিরুদ্ধে।

Latest article