প্রতিবেদন : বীরভূমের পাইকর গ্রামের আদি বাসিন্দা, পরিযায়ী শ্রমিক ও ভারতের নাগরিক সোনালি বিবির (Sonali Bibi) ভারতে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল গত সোমবার৷ অবেশেষে শুক্রবারই তাঁরা দেশে ফিরছেন মালদহের সীমান্ত দিয়ে। জানা গিয়েছে, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রাতের মধ্যেই সোনালি এবং তাঁর নাবালক সন্তান সাবির ফিরবে। এই প্রসঙ্গে সাংসদ সামিরুল ইসলাম বলেন, বাংলায় কথা বলার কারণে অন্যায়ভাবে বীরভূমের বাসিন্দা সোনালি বিবি-সহ আরও পাঁচজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালি বিবির পরিবারের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস অসহায় পরিবারের পাশে ছিল। সোনালিদের (Sonali Bibi) ফিরে আসা আমাদের জয়। এর পাশাপাশি সাংসদ জানিয়েছেন, ১২ ডিসেম্বর পরবর্তী শুনানি রয়েছে। এরপর বাংলাদেশে আটক বাকিরাও দেশে ফিরবেন। রাজ্যের সহযোগিতায় পাঁচ মাস পর ঘরের মেয়ে ঘরে ফিরছেন এই খবর পেতেই সোনালির বাবা বদু শেখ এবং মা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত গত সোমবার বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আদালত ৫,০০০ টাকার বন্ডে সোনালি বিবি এবং তাঁর সঙ্গী আরও ৫ জন ভারতীয়র জামিন মঞ্জুর করে। বুধবার ৩ ডিসেম্বর এই আদালতেই সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল। সেইমতো তাঁরা হাজিরা দেন। এই ইস্যুতে সোমবার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দিল্লিতে কর্মরত পরিযায়ী শ্রমিক ও ভারতীয় নাগরিক সোনালি বিবি ও তাঁর স্বামী বাংলায় কথা বলায় তাঁদের ‘বাংলাদেশি’ বলে দেগে দিয়ে জুন মাসে প্রথমে আটক করে দিল্লি পুলিশ। আটক করা হয় মোট ৬ জনকে। তাঁদের মধ্যে সোনালি বিবির সন্তানও রয়েছে। পরে তাঁদের অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়।
আরও পড়ুন- লোকসভায় বাঙালি-হেনস্থা ইস্যুতে বলতেই বাধা! প্রতিবাদে সরব শতাব্দী

