শুক্রবারই ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন (Sunali Khatun) এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। এরপর সোনালির চিকিৎসার জন্য তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি হাসপাতালের বেডে শুয়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করে তাঁর সন্তানের নামকরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন।
সোনালি (Sunali Khatun) বলেন,”আমি অনুরোধ করছি আমার ছেলে হোক বা মেয়ে হোক তাঁদের নামকরণ করুন মুখ্যমন্ত্রী।” শনিবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ থেকে ছাড়া পান সোনালি খাতুন। শুক্রবার রাতে নাবালক ছেলেকে নিয়ে সেখানেই ছিলেন তিনি।
আরও পড়ুন- বিজেপি সাংসদ ‘শয়তান’! CPM চাকরি খেতে রুখে দিয়েছি, সংহতি দিবসের মঞ্চ থেকে তুলোধনা কল্যাণের
হাসপাতালে বসে দেশে ফেরানোর জন্য সোনালি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। এরপর শনিবার সোনালি মুরারইয়ের পাইকর গ্রামে তাঁর বাড়িতে দেখার করার পর তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের মানুষের উষ্ণ অভ্যর্থনায় চোখে জল সোনালির। আনন্দাশ্রু দেখা যায় পরিবারের অন্যান্যদেরও।

