সোনামুখীতে অচিরেই নতুন ফায়ার স্টেশন

এবার আর সাধারণ মানুষকে সেই দুর্ভোগে পড়তে হবে না। ঝাঁ-চকচকে নতুন ফায়ার ব্রিগেড স্টেশনটি চালু হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া :সোনামুখীতে অচিরেই চালু হতে চলেছে নতুন ফায়ার ব্রিগেড স্টেশন। সোনামুখী শহরে রাজ্য সরকারের সহযোগিতায় ও সোনামুখী পুরসভার উদ্যোগে নির্মাণ করা হয়েছে নতুন এই দমকল কেন্দ্রটি। সোনামুখী শহর ও আশপাশের ব্লকগুলিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে বিষ্ণুপুর অথবা বাঁকুড়া থেকে অগ্নিনির্বাপক গাড়িগুলির ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। ফলে দমকলের গাড়ি পৌঁছনোর আগেই আগুনে পুড়ে বহু ক্ষয়ক্ষতি হয়ে যেত।

আরও পড়ুন-পুলিশের সাহায্যে শ্বশুরবাড়ির বাধা কাটিয়ে পরীক্ষায়

এবার আর সাধারণ মানুষকে সেই দুর্ভোগে পড়তে হবে না। ঝাঁ-চকচকে নতুন ফায়ার ব্রিগেড স্টেশনটি চালু হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সরকার ও পুরসভাকে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন তাঁদের বহুদিনের দাবিপূরণের জন্য। সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায় এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘খুবই আনন্দের খবর যে অবশেষে এখানকার মানুষকে আগুনের হাত থেকে বাঁচানো ও ক্ষয়ক্ষতি আটকানো অনেক সহজ হবে।’

Latest article