আগামিকাল, বুধবার বিকেলে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি পৌঁছেছেন তৃণমূলনেত্রী। মঙ্গলবার কংগ্রেসের দুই প্রবীণ নেতা কমলনাথ এবং আনন্দ শর্মার সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জানিয়ে দেন সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন মমতা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো জানান বুধবার সোনিয়া গান্ধী তাঁকে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন। মমতা বলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ‘চায়ে পে চর্চা’ হবে। এছাড়াও এনসিপি, শিবসেনা, সমাজবাদী পার্টির নেতাদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার, বিকেল সাড়ে চারটেয় সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। তার আগে, দুপুর ১টায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে সংসদীয় দলের বৈঠকে থাকবেন তৃণমূলনেত্রী। সেখানেই সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার, জাভেদ আখতার-শাবানা আজমির সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, তিনি ‘ফলোয়ার’। তবে, এদিন মোদি-মমতা বৈঠকের মতোই গুরুত্বপূর্ণ বুধবারের সোনিয়া-মমতা বৈঠক। তার দিকে তাকিয়ে জাতীয় রাজনীতি।