ন্যাশনাল হেরাল্ডের (National Herald Case) আর্থিক তছরূপ মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে নোটিশ জারি করল দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সোনিয়া ও রাহুলের নাম দিয়ে চার্জশিট পেশ করলে, তাদের বক্তব্য শোনার জন্য নোটিশ জারি করল দিল্লি আদালত।
২০১৪ সালের বিজেপি নেতা সুব্রহ্মানিয়ম স্বামী ন্যাশনাল হেরাল্ড পত্রিকার হস্তান্তরে আর্থিক তছরুপ মামলা দায়ের করেন। সেই মামলায় কংগ্রেস ও ন্যাশনাল হেরাল্ডের হাত বদল হওয়া সংস্থা ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড-এর মধ্যে ৬৬১ কোটি টাকার তছরুপের অভিযোগ আনে ইডি। শুক্রবার সেই মামলা ফের দিল্লি আদালতে শুনানির জন্য ওঠে।
আরও পড়ুন- আড়াই মাসে দ্বিতীয়বার, ওড়িশার বিশ্ববিদ্যালয়ে নেপালি ছাত্রীর দেহ উদ্ধার
শুক্রবারের শুনানিতে স্পেশাল জাজ বিশাল গোগনে এই মামলায় (National Herald Case) চার্জশিটে অভিযুক্ত সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী বক্তব্য দাবি করে। আদালত পর্যবেক্ষণে জানায়, বিচারের শেষ পর্যায় পর্যন্ত প্রত্যেকের নিজেদের বক্তব্য পেশ করার অধিকার থাকে। কংগ্রেসের তরফ থেকে আগেই এই মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেস ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী, নেত্রী সোনিয়া গান্ধীকে অপমানিত করার জন্য বলে দাবি করেছিল।