প্রতিবেদন : শারীরিক অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার জানা গিয়েছে, কোভিডের উপসর্গ ছাড়াও নেত্রীর শ্বাসনালিতে সংক্রমণ ছড়িয়েছে। নেত্রীর নাক দিয়ে রক্তও পড়ছে। ন্যাশনাল হেরল্ড মামলায় ২৩ জুন সোনিয়াকে তলব করেছে ইডি। দলীয় সূত্রে খবর, এই মুহূর্তে নেত্রীর যা শারীরিক অবস্থা তাতে ২৩ জুন ইডির দফতরে তাঁর পক্ষে হাজির হওয়া সম্ভব নয়।
আরও পড়ুন-সুরমা কাণ্ডের মূলচক্রী বিজেপি নেতা ধৃত, চার কেন্দ্রে ৬ কোম্পানি আধাসেনা পাঠাবে কমিশন
কারণ হাসপাতাল থেকে ছাড়া পেলেও সোনিয়াকে চিকিৎসকরা এখনই বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে ন্যাশনাল হেরল্ড মামলায় রাহুলকে তিনদিন জেরার পরেও ফের তাঁকে তলব করেছে ইডি। রাহুল অসুস্থ মায়ের দেখভালের জন্য সোমবার পর্যন্ত সময় চেয়েছেন। এরই মধ্যে কংগ্রেস সাংসদরা আগামী সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দেখা করার জন্য সময় চেয়েছেন। দিল্লিতে দলের সদর দফতরে পুলিশ প্রবেশ এবং দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার নিয়ে রাষ্ট্রপতিকে অভিযোগ জানাবেন।