চেন্নাই, ২০ মার্চ : এবারও আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান (IPL 2024 opening ceremony) করতে চলেছে বিসিসিআই। গতবার টুর্নামেন্টের বোধনের দিন মঞ্চ মাতিয়েছিলেন অরিজিৎ সিং। এবারও বলিউডের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে হাজির করানোর চেষ্টা চলছে। তাঁরা হলেন সুরকার-গায়ক এ আর রহমান এবং খ্যাতনামা গায়ক সোনু নিগম। থাকতে পারেন দুই বলিউড তারকা অক্ষয় কুমার ও টাইগার স্রফ।
আরও পড়ুন- বর্গিদের হাত থেকে দেশকে বাঁচান
বিসিসিআই এখনও সরকারিভাবে উদ্বোধনী অনুষ্ঠানের (IPL 2024 opening ceremony) শিল্পীদের নাম ঘোষণা করেনি। তবে ভারতীয় বোর্ড সূত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে রহমান এবং সোনুই শুক্রবার এমএ চিদম্বরম স্টেডিয়ামে সঙ্গীতের সুরে মঞ্চ মাতাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, রহমান, সোনুর পাশাপাশি বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও টাইগার স্রফকেও দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে। অক্ষয় ও টাইগার আইপিএলের মঞ্চ কাজে লাগিয়ে তাঁদের নতুন ছবির প্রচার সেরে নিতে চাইবেন। অন্যদিকে, রহমানের সঙ্গে বেশ কয়েকটি দেশাত্মবোধক গান গাইতে পারেন সোনু। উদ্বোধনী অনুষ্ঠানকে এবার অহেতুক দীর্ঘায়িত করা হবে না বলেই খবর। ৩০ মিনিটের মধ্যে অনুষ্ঠানের মেয়াদ সীমাবদ্ধ রাখবে বোর্ড। ফলে সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে সাতটা পর্যন্তই হবে উদ্বোধনী অনুষ্ঠান।