প্রতিবেদন : কামারহাটি নিয়ে দলের তরফে এবার কড়া বার্তা। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল এলাকা নিয়ে এবার থেকে যা বলার বলবেন সাংসদ সৌগত রায়। সম্প্রতি বেশ কয়েকটি অবাঞ্ছিত ঘটনা প্রকাশ্যে আসে। বিধায়ক মদন মিত্রকে পাশে বসিয়ে সৌগত সোমবার জানিয়ে দেন, দল অনুমোদন করে না অথবা এমন কোনও কাজ যার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয় সেই কাজে দলের কেউ জড়িত থাকলে তাকে শো-কজ করা হবে। প্রয়োজনে গুরত্ব বুঝে শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে বহিষ্কারও করবে দল। এদিন কামারহাটিতে স্থানীয়স্তরে বৈঠকও হয়।
আরও পড়ুন-মানুষের বোঝা, গাড়ি বাড়ি ঋণের সুদবৃদ্ধি
সৌগত জানান, যত বড় নেতাই হোক না কেন, তাকে রেয়াত করা হবে না। দলের ঊর্ধ্বে কেউ নয়। অতীতে যদি কোনও ভুল হয়ে থাকে, আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। সোমবার কামারহাটি নজরুল মঞ্চে কামারহাটির বিধায়ক মদন মিত্র, পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা-সহ দলের কাউন্সিলর, স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেই এই সিদ্ধান্ত হয়। সম্প্রতি কামারহাটিতে কয়েকটি অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে কঠোর মনোভাব নিয়েছেন তৃণমুল নেতৃত্ব। দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনও আপস নয়, একথা বুঝিয়ে দিয়ে সৌগত রায় বলেন, অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে। সবকিছুরই তো একটা সময় থাকে। সেক্ষেত্রে আজ উল্টোরথের দিন থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, অতীতে যা ভুল হওয়ার হয়েছে, তার সংশোধন করে চলতে হবে। এরপর আমাদের আরও সতর্ক থাকতে হবে। মানুষের জন্যই কাজ। মানুষকে সঙ্গে নিয়েই আগামিদিনে বড় লড়াই লড়তে হবে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…