অসুস্থ দমদমের সাংসদ সৌগত রায় (Sougata Roy)। এই মুহূর্তে তিনি রথতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
সৌগত রায়ের (Sougata Roy) অসুস্থতার খবর পেয়ে গতকাল রাতেই তাঁর খোঁজ নিতে হাসপাতালে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা-সহ অন্যান্য নেতা-নেত্রীরা।
আরও পড়ুন-চিন্ময়কৃষ্ণের জামিন নিয়ে দিনভর নাটক
অক্ষয় তৃতীয়ার দিন কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দিরের উদ্বোধনে যোগ দিয়েছিলেন দমদমের সাংসদ। মন্দির চত্বরে গাড়ি থেকে নামার পরেই অসুস্থতা অনুভব করেন তিনি। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে চেয়ারে বসান। এরপরেই তিনি অচেতন হয়ে পড়লে হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।