সরব সৌগত

Must read

বিএসএফ ইস্যুতে সরব হলেন লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়৷ বিএসএফের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, এখন বিএসএফের কাজ হচ্ছে সীমান্তে চোরাচালানকারীদের কাছ থেকে টাকা তোলা৷ ওরা কোনও নিরাপত্তা দিতে পারে না৷ যদি তা পারত তাহলে চোরাচালান, গরুপাচার কীভাবে হয়?

আরও পড়ুন-অযোধ্যায় বিজেপির জমি কেলেঙ্কারি ফাঁস

এই বেআইনি কাজগুলি কেন তারা আটকাতে পারে না৷ ব্যর্থ বিএসএফ এখন নজরদারির এলাকা বাড়াতে চাইছে৷ এই সুযোগে তারা গ্রামের মধ্যে ঢুকে অত্যাচার করবে আর মুখে বলবে, চোরাচালানকারীদের ধরতে এসেছি! এজন্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গ্রামের মধ্যে বিএসএফকে ঢুকতে দেওয়া হবে না৷ ওরা সীমান্ত থেকে যা করতে চায় করুক৷ গ্রামের মধ্যে ঢুকে আইনশৃঙ্খলার দায়িত্ব বিএসএফ নিতে পারে না৷ এটা রাজ্যের বিষয়৷

Latest article