প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ সৌগতর

উল্লেখ্য, সৌগত রায়ের মতই প্রধানমন্ত্রীর নাগপুর সফরকে নিশানা করেছেন বিরোধী শিবিরের অন্যান্য দলের প্রথম সারির নেতারা৷

Must read

প্রতিবেদন: নাগপুরে সংঘ দফতরে যাওয়ায় প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। তাঁর তোপ, নরেন্দ্র মোদি ভলোই জানেন যে আরএসএস-র সক্রিয় সহযোগিতা ছাড়া ভোটে জেতা সম্ভব নয়৷ তাই রাজনৈতিক সমঝোতা করার জন্যই নাগপুরে সংঘ সদর দফতরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন-প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলে দ্বিতীয় বিয়ে অবৈধ, জানাল হাইকোর্ট

উল্লেখ্য, সৌগত রায়ের মতই প্রধানমন্ত্রীর নাগপুর সফরকে নিশানা করেছেন বিরোধী শিবিরের অন্যান্য দলের প্রথম সারির নেতারা৷ দীর্ঘ ১১ বছর পরে সংঘের সদর দফতরে কেন হাজির হয়েছেন প্রধানমন্ত্রী মোদি? জবাব দিতে হবে তাঁকে, দাবি জানিয়েছেন আম আদমি পার্টির সংসদীয় নেতা, রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং৷ লক্ষণীয়, বিজেপি সভাপতি জে পি নাড্ডা একদিন বলেছিলেন বিজেপি তাদের নিজেদের শক্তিতেই বলীয়ান, আরএসএসকে তাদের কোনও প্রয়োজন নেই৷

Latest article