৫৪ বছর বয়সে এভারেস্ট জয়ী বর্ধমানের সৌমেন

Must read

মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলার বর্ধমান শহরের বাসিন্দা সৌমেন সরকার (Soumen Sarkar)। তিনি রাজ্য পূর্ত দফতরের অ্যাসিস্টট্যান্ট ইঞ্জিনিয়ার। ৫৪ বছরের সৌমেন বুধবার জয় করলেন মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোত্স-এ পর্বতশৃঙ্গ। বয়স একটা সংখ্যা মাত্র তার প্রমাণ আবারও মিল। সৌমেন জানিয়েছেন, গত ৭ এপ্রিল তিনি এই পর্বতশৃঙ্গদ্বয় জয় করার জন্য যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গী ছিলেন মিনসা সেরপা। যিনি ৮ বার এভারেস্ট জয় করেছেন। মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোটসে এই অভিযান ছিল মোট ৫৬ দিনের।

বৃহস্পতিবার অভিযানের আয়োজক ৮কে এক্সপিডিশনস সংস্থা জানিয়েছে, বুধবার সৌমেন সরকারও বাকি সাতজন পর্বতারোহীর সঙ্গে ৮,৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছন। আয়োজকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, চূড়ায় পৌঁছনো অন্যান্য পর্বতারোহীদের মধ্যে ছিলেন একজন চিনা নাগরিক, একজন আমেরিকার পর্বতারোহী এবং চারজন পর্বতারোহী গাইড।

আরও পড়ুন- ৭ ঘণ্টা সংযম দেখিয়েছে, বিকাশ ভবন থেকে অন্তঃসত্ত্বা-সহ কর্মীদের বের করাও পুলিশের কর্তব্য: শামিম-সুপ্রতীম

সৌমেন সরকার (Soumen Sarkar) জানিয়েছেন, গত ২০ বছর ধরে তিনি এই মাউন্টেনিং করছেন। ইতিমধ্যেই তিনি মাউন্ট স্টক কাংরি, মাউন্ট নান, মাউন্ট ইউনুম, মাউন্ট এলব্রাস,মাউন্ট দিও টিব্বা প্রভৃতি শৃঙ্গ জয় করেছেন। জীবনের ঝুঁকিপূর্ণ এই পর্বত অভিযানে শেষ পর্যন্ত সফল হওয়ায় বাংলা এবং গোটা দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে রইল বলে সৌমেন জানিয়েছেন। তাঁর এই জয়ের খবর তাঁর বাড়িতে আসার পরই সরকার পরিবারে খুশির হাওয়া। এই বয়সেও যে এই দুর্গম অভিযান করা যায় তা প্রমাণ করায় খুশি পূর্ত দফতরের তাঁর সহকর্মীরাও।

Latest article