প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে বোর্ড কর্তাদের ক্রিকেট। আর সেখানে বহুদিন পর ব্যাট হাতে বাইশ গজে নেমে দাদাগিরি দেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি একাদশ ও বোর্ড সচিব একাদশের মধ্যে ম্যাচে জয় শাহর দলের কাছে মাত্র এক রানে হেরে গেল সৌরভের দল।
আরও পড়ুন : ভারতকে ম্যাচে ফেরালেন মায়াঙ্ক
টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১২৮ রান করে বোর্ড সচিবের দল। এরপর ২০ বলে চারটি বাউন্ডারি হাঁকিয়ে ৩৫ রান করেন সৌরভ। ইডেনে ব্যাট হাতে সেই পরিচিত মেজাজে অফসাইডে কাট, ড্রাইভ মেরে বাউন্ডারি মারলেন। চারটি চার ও দু’টি ছক্কায় ক্যামিও ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন বোর্ড প্রেসিডেন্ট। পরে একটি উইকেটও নেন তিনি। সৌরভের দলের হয়ে ইডেনের বরপুত্র মহম্মদ আজহারউদ্দিন অবশ্য রান পাননি। বোর্ড কর্তাদের ম্যাচে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি ছিল না।
আরও পড়ুন :এগোচ্ছে জাওয়াদ, তৈরি প্রশাসন, কৃষি থেকে বিদ্যুৎ সতর্কতা সমস্ত ক্ষেত্রে
কিন্তু ইডেনের বাইরে দাঁড়িয়ে সৌরভ-আজহারদের দেখার জন্য অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমী মানুষ। আশাহত হননি ভক্তরা। ভিড়ের মধ্যেই পায়ে হেঁটে তাঁর প্রিয় ইডেনে প্রবেশ করেন আজ্জু মিঞা। কেউ ইডেনের বরপুত্রের দিকে অটোগ্রাফের খাতা বাড়িয়ে দিলেন। আবার অনেকেই ভিড়ের মধ্যে আজহারকে খেয়ালই করলেন না। আসলে আজহারের গাড়ি ইডেনের প্রধান ফটক থেকে একটু দূরেই রাখা হয়। ইডেন সংলগ্ন বাকি পথটুকু হেঁটেই ঢোকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বোর্ড সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল, আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল-সহ বোর্ডের বড়, মেজ সমস্ত কর্তাই এদিন অংশ নেন শুক্রবার বিকেলে ইডেনে প্রীতি ম্যাচে।