Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে

Must read

এবার করোনা (Corona) আক্রান্ত ভারতীয় BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । গতকাল, সোমবার রাতেই আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মহারাজকে। জানা গিয়েছে, তাঁর সর্দি-কাশি ছিল। এরপর কোভিড (Covid 19) টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি, সৌরভ দেশ এবং বিদেশের কিছু শহরে গিয়েছিলেন। সর্বশেষ গিয়েছিলেন মুম্বইয়ে। তবে সৌরভ অসুস্থ হলেও তাঁর স্ত্রী ডোনা (Dona) এবং কন্যা সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি সকালে নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সৌরভ (Sourav Ganguly)। জিম করার সময়ে আচমকা ব্ল্যাক আউট হয়ে যান। এরপরই তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে পরীক্ষায় ধরা পড়ে, সৌরভের বুকে তিনটি ব্লকেজ রয়েছে। চিকিৎসকের তৎপরতায় করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। চিকিৎসকরা জানান, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল সৌরভের। মোট ৩ খানা স্টেন্ট বসেছে মহারাজের।

আরও পড়ুন-আকাশে সব তথ্য পাবেন পাইলটরা

তাই কোভিড পজিটিভ হওয়ার পর কোনও ঝুঁকি না নিয়ে সোমবার রাতেই তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালেই সেবারও অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন সৌরভ।

এদিকে সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। এর আগে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও আগে করোনা আক্রান্ত হয়েছিলেন।

 

Latest article