সৌরভের নতুন ঠিকানা রডন স্ট্রিট

Must read

প্রতিবেদন : ঠিকানা বদলে ফেলছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বেহালার বাড়ি থেকে চলে আসছেন মধ্য কলকাতার নতুন ঠিকানায়। শহরের প্রাণকেন্দ্রে নিজাম প্যালেসের কাছে লোয়ার রডন স্ট্রিটে বিলাসবহুল বাড়ি কিনেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। ৪০ কোটি টাকা খরচ করে নতুন বাড়িটি কিনেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বেহালায় পৈতৃক বাড়ির মায়া কাটিয়ে কাজের সুবিধার জন্য ক্যামাক স্ট্রিট অঞ্চলে চলে আসছেন মহারাজ।

২৩.৬ কাঠা জমির উপর দোতলা বাড়িটিকে বাংলো হিসেবে গড়ে তুলছেন সৌরভ (Sourav Ganguly)। বাগান-সহ দোতলা বাড়িটিতে মা নিরূপা দেবী, স্ত্রী ডোনা এবং কন্যা সানাকে নিয়ে থাকবেন তিনি। তবে মা নিরূপা দেবী মাঝে মধ্যে বেহালার বাড়িতে গিয়ে থাকবেন, ঘনিষ্ঠমহলে জানিয়েছেন সৌরভ।

আরও পড়ুন: যে কোনও দলকে হারাতে পারি, বিরাট-ফর্মে উজ্জীবিত আরসিবি কোচ

বেহালার বীরেন রায় রোডের পৈতৃক বাড়িতে ৪৮ বছরের বাস সৌরভের। শহর কলকাতার বুকে এই প্রথম নিজের বাড়ি কিনেছেন বিসিসিআই বস। বাড়িটি তিনি কিনেছেন নামী ব্যবসায়ী অনুপমা বাগরি, কেশব দাস বিনানি এবং নিকুঞ্জ দাস বিনানির কাছ থেকে। নতুন বাংলো কিনে সৌরভ বলেছেন, ‘‘শহরে নিজের বাড়ি কিনতে পেরে আমি খুশি। মধ্য কলকাতায় বাড়ি থাকার সুবিধা এটাই যে, এখান থেকে যে কোনও জায়গায় সহজেই চলে যাওয়া যায়। মধ্য কলকাতার এই জায়গা থেকে শহরের বিভিন্ন প্রান্তে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল। তবে এটাও ঠিক, ৪৮ বছর যে বাড়িতে কেটেছে, সেটা ছেড়ে আসা সত্যিই খুব কঠিন।’’ আসলে ঠিকানা বদল আরও এক দিক দিয়েও সাহায্য করবে সৌরভকে। রডন স্ট্রিট এলাকা বেহালার মতো ব্যস্ত নয়। রাস্তার শেষ প্রান্তে বাড়ি হওয়ায় শান্ত পরিবেশ থাকবে। যা বিসিসিআই প্রেসিডেন্টের জন্য আদর্শ ঠিকানা হবে।

নতুন বাড়িতে কবে উঠবেন তা অবশ্য জানাননি সৌরভ। তবে খুব শীঘ্রই সপরিবারে মধ্য কলকাতার নতুন ঠিকানায় চলে আসার পরিকল্পনা রয়েছে তাঁর। বেহালার বাড়ির সঙ্গেও থাকবে তাঁর নিয়মিত যোগাযোগ। সৌরভের জীবনের সমস্ত অধ্যায়ের সাক্ষী যে বীরেন রায় রোডের ওই লাল বাড়ি।

Latest article