প্রতিবেদন : আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সোমবার সিএবির ৯৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নতুন সভাপতি ঘোষণা করা হল। সিএবির ইলেক্টোরাল অফিসার সুশান্তরঞ্জন উপাধ্যায় প্রাক্তন বোর্ড সভাপতি ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি ছাড়াও দায়িত্বে এলেন সহসভাপতি হিসাবে নীতীশরঞ্জন দত্ত, সচিব হিসাবে বাবলু কোলে, যুগ্মসচিব হিসাবে মদনমোহন ঘোষ ও কোষাধ্যক্ষ হিসাবে সঞ্জয় দাস। এছাড়া এদিন বার্ষিক সভায় অ্যাপেক্স কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে আছেন সৌমিক বোস, নীলাঞ্জনা বোস, জয়দীপ মুখোপাধ্যায়, রবি টোডি প্রমুখ। বিদায়ী সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সফলভাবে ইডেনে বিভিন্ন টুর্নামেন্ট করতে পারার জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছেন। বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসাবে এদিনের এজিএমে উপস্থিত ছিলেন নতুন সভাপতি সৌরভ (Sourav Ganguly) ও প্রাক্তন মহিলা ক্রিকেটার এবং বর্তমানে মেন্টরের দায়িত্বে থাকা ঝুলন গোস্বামী।