বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলেনের মঞ্চে থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাংলার দিদির ঘোষণায় মঞ্চে বসে তখন সলাজ হাসি বাংলার দাদার।
আরও পড়ুন- BGBS: ‘অগ্নিকন্যা’ মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বাংলায় আরও ২০ হাজার কোটি লগ্নির ঘোষণা মুকেশ আম্বানির
বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বারাবরই সুসম্পর্ক প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের। সৌরভের অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে মহারাজের রাজনৈতিক অবস্থান নিয়ে অনেক চর্চা হয়। তবে, শেষ পর্যন্ত প্রত্যক্ষ রাজনীতির থেকে নিজের দূরত্ব বজায় রাখেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। তবে, গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময়ে স্ত্রী-কন্যা-সহ মাদ্রিদ গিয়েছিলেন সৌরভ। সেখানে শিল্পপতিদের সামনে বাংলায় শিল্পবান্ধব পরিবেশের উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান বাংলার মহারাজ। বিদেশের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন সৌরভ (Sourav Ganguly)।
আরও পড়ুন- দিদিকে মেসেজ করলে মাত্র ৬০ সেকেন্ডে উত্তর আসে, মুখ্যমন্ত্রীর প্রশংসা ‘দাদা’র
এদিন বাংলার শিল্প সম্ভাবনা ও পরিস্থিতির কথা জানানোর পরে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এখন একটা ঘোষণা করতে চাই।’’ সবাই অতি আগ্রহে তাকান। এরপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মহারাজকে ডেকে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘আমি না শুনতে চাই না। সব কিছুকে পজিটিভ দৃষ্টিভঙ্গী থেকে দেখতে হবে।’’ মঞ্চেই সৌরভের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। হাততালিতে ফেটে পড়ে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার।