মোতেরায় অশ্বিন-রাজ, প্রশংসায় সৌরভ

Must read

আমেদাবাদ : বর্ডার-গাভাসকর ট্রফির ফল শেষপর্যন্ত কী হবে কেউ জানে না। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) শুক্রবার দুই ক্রিকেট গ্রেটের নামাঙ্কিত সিরিজে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার হয়ে গেলেন। ১১৩টি উইকেট নিয়ে তাঁর সঙ্গে একই জায়গায় রয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ন।
শুক্রবার মোতেরায় অশ্বিন (Ravichandran Ashwin) ৯১ রানে ৬ উইকেট নিয়েছেন। উইকেট থেকে কোনও সাহায্য না পেলেও তিনি চায়ের পর এক ওভারে তুলে নেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারিকে। পরে অন্যদেরও। ভারত ও অস্ট্রেলিয়া সিরিজে ২২টি টেস্ট খেলে ১১৩টি উইকেট নিলেন চেন্নাইয়ের অফ স্পিনার। লিয়ন ১১৩টি উইকেট নিতে খেলেছেন ২৬টি টেস্ট। দু’দেশের মধ্যে সিরিজে অশ্বিনের সেরা বোলিং ৭/১০৩। তাঁর এই কীর্তিতে অশ্বিনকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই।
ভারতীয় বোলারদের মধ্যে দু’দেশের এই সিরিজে ১১১টি ও ৯৫টি উইকেট রয়েছে যথাক্রমে অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের। ৮৫ উইকেট নিয়ে এরপর আছেন রবীন্দ্র জাদেজা। এদিন চায়ের পর টড মার্ফিকে ফিরিয়ে ৩২ বড় এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া হয়ে গেল অশ্বিনের। ঘরের মাঠে ২৫ বার পাঁচ উইকেট নেওয়া কুম্বলেকে টপকে গিয়েছেন তিনি। সবথেকে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে মুথাইয়া মুরলিধরনের। মোট ৬৭ বার।
অশ্বিনের এই সাফল্যে অনেকের মতোই উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘ভাল পিচে দারুণ বল করেছে অশ্বিন। ওর এই বোলিং দেখে খুব ভাল লাগল। আশা করছি দারুণ একটা টেস্ট ম্যাচ দেখব। এই সিরিজে কয়েকটি কঠিন উইকেটে ব্যাট করার পর ভারতীয়দের সামনেও ভাল করার সুযোগ রয়েছে।”

আরও পড়ুন: উড়ন্ত বিমানে ধূমপান গ্রেফতার বাঙালি তরুণী

Latest article