আইসিসিতে বদল ,বিদায় কুম্বলে , ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ

Must read

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : অনিল কুম্বলের জায়গায় আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ এর আগেও আইসিসির ক্রিকেট কমিটিতে ছিলেন। বর্তমানে কুম্বলে যে ক্রিকেট কমিটির চেয়ারম্যান, তার পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন সৌরভ। এবার এই কমিটির চেয়ারম্যান হলেন তিনি। পাশাপাশি সৌরভ বিসিসিআইয়ের সভাপতি হিসেবেও কাজ চালিয়ে যাবেন। প্রসঙ্গত, ২০১২ সালে কিংবদন্তি ক্যারিবিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েডের জায়গায় আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হন কুম্বলে। চার বছর পর, ২০১৬ সালে ফের তাঁকে এই পদে নিযুক্ত করা হয়েছিল। এরপর তৃতীয় তথা শেষবারের মতো কুম্বলে নির্বাচিত হন ২০১৯ সালে। সব মিলিয়ে নয় বছর তিনি এই পদে ছিলেন। এবার কুম্বলের চেয়ারে সৌরভ।

আরও পড়ুন : দিল্লি দূষণ : কৃষকদের পাশে কোর্ট

এদিন এক প্রেস বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ‘‘বিসিসিআই চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। কারণ বিদায়ী চেয়ারম্যান অনিল কুম্বলের মেয়াদ শেষ।’’ এদিকে, আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে ওঁর অভিজ্ঞতা আইসিসির কাজে লাগবে। পাশাপাশি প্রশাসক হিসেবেও সৌরভ দক্ষতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে টানা ন’বছর ধরে দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করার জন্য অনিল কুম্বলেকে ধন্যবাদ জানাচ্ছি।’’ আইসিসির ক্রিকেট কমিটির কাজের তালিকায় রয়েছে প্রতিযোগিতা চলাকালীন যাবতীয় নিয়ম সঠিকভাবে মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখা। কোনও নিয়মের পরিবর্তন কিংবা নতুন নিয়ম চালু করার বিষয়েও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে আইসিসির ক্রিকেট কমিটি। আপাতত এই কমিটিতে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে রয়েছেন রাহুল দ্রাবিড় এবং মাহেলা জয়বর্ধনে।

Latest article