বিরাটের নেতৃত্ব হারানো নিয়ে Sourav Ganguly

সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক চাননি নির্বাচকরা

Must read

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : বিরাট কোহলিকে (Virat Kohli) কেন ওয়ান ডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) বৃহস্পতিবার পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যৌথভাবে নিয়েছে জাতীয় নির্বাচক কমিটি এবং বোর্ড।

সৌরভ (Sourav Ganguly) আরও জানান, সাদা বলের ক্রিকেটে দু’জন আলাদা আলাদা নেতা চাননি নির্বাচকরা। তাই টি-২০ অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) ওয়ান ডে ফরম্যাটেও অধিনায়ক করা হয়েছে। যাতে বোর্ডও কোনও আপত্তি করেনি। এই প্রসঙ্গে সৌরভের বক্তব্য, ‘‘বিসিসিআই বিরাটকে অনুরোধ করেছিল টি-২০ ফরম্যাটের অধিনায়কত্ব না ছাড়ার জন্য। কিন্তু বিরাট রাজি হয়নি। এর পরেই নির্বাচকরা সিদ্ধান্ত নেন, সাদা বলে দু’জন অধিনায়ক রাখা অর্থহীন। তাই ঠিক হয়, বিরাটকে টেস্টের অধিনায়ক রেখে, রোহিতকে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে।’’

আরও পড়ুন-রোহিত-বিরাট দু’জনে এক মানসিকতার

প্রসঙ্গত, বুধবার রাতে বিরাটকে ওয়ান ডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার সমালোচনার ঝড় তুলেছিলেন কোহলি-ভক্তরা। প্রশ্ন উঠেছিল, কেন বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও বিদায়ী ট্যুইট বিরাটকে করা হয়নি। যদিও এদিন সৌরভ সাফ জানিয়ে দেন, রোহিতকে ওয়ান ডে অধিনায়ক হিসেবে ঘোষণা করার আগে তিনি নিজে বিরাটের সঙ্গে কথা বলেছিলেন। সৌরভের বক্তব্য, ‘‘বোর্ডের সভাপতি হিসেবে আমি নিজে বিরাটের সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন।’’ সৌরভ মুখ খোলার কয়েক ঘণ্টা পর বিসিসিআইয়ের তরফ থেকেও বিরাটকে শুভেচ্ছা বার্তা জানিয়ে ট্যুইট করা হয়।
প্রসঙ্গত, নির্বাচকরা বিরাটকে যথেষ্ট সময় দিয়েছিলেন। দল ঘোষণার আগে ৪৮ ঘণ্টা অপেক্ষা করা হয়েছে যদি তিনি নিজে থেকে একদিনের নেতৃত্ব ছেড়ে দেন। কিন্তু বিরাট তা না করে কার্যত এই বার্তা দিয়েছিলেন যে, পারলে তোমরা সরিয়ে দাও আমাকে। বিসিসিআই এই সুযোগ হাতছাড়া করেনি। এমনকী বিরাটকে নিয়ে একটা শব্দও না বলে সাড়ম্বরে রোহিতের নাম ঘোষণা করে দেওয়া হয় বুধবার। এতে স্পষ্ট বার্তা গেল, আমরা তোমাকে সরিয়ে দিলাম! ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে দল নিয়ে মাঠে নামতে চেয়েছিলেন বিরাট। টি-২০-র নেতৃত্ব ছেড়ে দিলেও তিনি ৫০ ওভারের অধিনায়ক থাকতে চেয়েছিলেন। কিন্তু বিসিসিআই তাঁকে সেই সুযোগ দেয়নি।

Latest article