প্রতিবেদন : প্রায় তিন বছর পর তিন অঙ্কের রানে পৌঁছেছেন বিরাট কোহলি। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরির পর শুভেচ্ছার বন্যায় ভাসছেন বিরাট। প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly- Virat Kohli) জানিয়ে দিলেন, বিরাট রানে ফেরায় তিনি খুশি। নিজের সঙ্গে তুলনায় বিরাটকে অনেক এগিয়ে রাখলেন বোর্ড প্রধান।
আরও পড়ুন-সেরেনাকে বলেছিলাম খেলেই যাও : মারিয়া
একটি বেসরকারি টিভি চ্যানেলের পডকাস্টে সৌরভ (Sourav Ganguly- Virat Kohli) বলেছেন, ‘‘ক্রিকেটীয় দক্ষতার বিচারে বলব, বিরাট অনেক বেশি দক্ষ আমার থেকে। আমরা ভিন্ন প্রজন্মের ক্রিকেটার। দু’জনেই নিজেদের সময়ে অনেক ক্রিকেট খেলেছি। আমার সময়ে নিজে অনেক খেলেছি। এখন বিরাটও খেলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি হয়তো কিছু বেশি ম্যাচ খেলেছি ওর থেকে কিন্তু বিরাট খুব শীঘ্রই আমাকে ছাপিয়ে যাবে। ভারতের জার্সি গায়ে আমার থেকে অনেক বেশি ম্যাচ খেলবে বিরাট। ও অসাধারণ ক্রিকেটার।’’
এটাই প্রথম বার নয় যে, বোর্ড প্রেসিডেন্ট বিরাটের গুণগান করলেন। এর আগেও একাধিকবার ক্রিকেটার বিরাটের পাশে দাঁড়িয়ে প্রশংসা করেছেন সৌরভ। এশিয়া কাপ শুরুর আগেও বিরাটের ব্যাটে রানের প্রত্যাশায় সৌরভ বলেছিলেন, ‘‘ওকে ম্যাচ খেলতে দিন। বিরাট অনেক বড় খেলোয়াড়, প্রচুর রান করেছে। আমি আশাবাদী, ও ঠিক রানে ফিরবে। শুধু ফর্মেই ফিরবে না, সেঞ্চুরিও করবে বিরাট। আমরা অবশ্যই আবার পুরনো বিরাটকে দেখতে পাব।’’