বিরাট-রোহিত ঠিক রানে ফিরবে : সৌরভ

Must read

প্রতিবেদন : সেই ২০১৯-এর নভেম্বরের পর থেকে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। সাম্প্রতিক পারফরম্যান্স তলানিতে। চলতি আইপিএলে বিরাটের ফর্ম দেখে তাঁকে জরুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তবে প্রাক্তন ভারত অধিনায়কের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই সভাপতি জানেন না বিরাটের মাথায় কী ঘুরছে। তবে তিনি নিশ্চিত খুব তাড়াতাড়ি রানে ফিরবেন বিরাট (Virat Kohli)। শুধু বিরাট নন, ব্যাটে রান নেই রোহিত শর্মারও (Rohit Sharma)। ভারতের অন্যতম সেরা দুই ব্যাটার ছন্দহীন। সৌরভ (Sourav Ganguly) বলেছেন, ‘‘বিরাট (Virat Kohli), রোহিত (Rohit Sharma) দু’জনেই বড় খেলোয়াড়। আমি নিশ্চিত ওরা ফর্মে ফিরবে। আশা করছি, খুব তাড়াতাড়ি ওরা রান করবে। আমি জানি না, বিরাট কোহলির মাথায় কী চলছে কিন্তু এ ব্যাপারে আমি নিশ্চিত ও ঠিক রান করবে। খুব বড় মাপের খেলোয়াড় বিরাট।’’

আইপিএল জমে গিয়েছে। সৌরভ (Sourav Ganguly) বলেন, ‘‘এবারের আইপিএল খুব আকর্ষণীয় জায়গায় পৌঁছে গিয়েছে। যে কোনও দল জিততে পারে এবারের টুর্নামেন্ট। দুটো নতুন দল গুজরাট ও লখনউ খুব ভাল খেলছে। উমরান মালিকের বোলিং চোখ টানছে। আইপিএলে এখনও পর্যন্ত উমরানই মুখ হয়ে উঠেছে। তবে উমেশ যাদব, খলিল আহমেদরাও ভাল বোলিং করছে।’’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে বায়ো-বাবল থাকবে না বলেই শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘‘করোনা যদি না বাড়ে তা হলে আইপিএলেও জৈব সুরক্ষা বলয়ের প্রয়োজন নেই। আগামী ১০ বছর হয়তো কোভিড থাকবে। আমাদের তাকে সঙ্গী করেই বাঁচতে হবে।’’

Latest article