অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের সময় উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Must read

এই প্রথম কোনও ভারতীয় মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ভাষণ দেবেন। ২৭ মার্চ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের সময় উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাড়াও লন্ডনের একাধিক বিশ্ববিদ্যালয়ে বাংলার কন্যাশ্রী প্রকল্প এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক লড়াই ও বাংলার উন্নয়নের ধারা এবং ঐতিহাসিকভাবে বাংলার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (এলএসই) ও কুইন মেরি ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন। বিশ্বের অন্যতম সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ মার্চ তাঁর ভাষণ দেবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত থাকবেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-বিচারপতির বাড়িতে টাকা : বিচার ব্যবস্থার কী করুণ অবস্থা, কটাক্ষ অভিষেকের

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ অনুযায়ী সে দেশের বণিক মহলের সঙ্গেও বাণিজ্য বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বাণিজ্য সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য বহু দেশ ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারে বলে জানা গিয়েছে। আজ ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান দিয়ে তাঁর লন্ডন সফরের সরকারি কর্মসূচির সূচনা হবে। প্রতিদিনই তাঁর গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে। ২৫ মার্চ বাণিজ্য সম্মেলন। ২৬ মার্চ সরকারি স্তরে শিল্প বৈঠক হবে। ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী।

Latest article