প্রতিবেদন : লর্ডসে অল্পের জন্য টেস্ট জয় হাতছাড়া হয়েছে ভারতের। টপ অর্ডারের ব্যর্থতায় তীরে এসে তরী ডুবেছে। রবীন্দ্র জাদেজার সঙ্গে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের লড়াই কাজে আসেনি। লক্ষ্য থেকে মাত্র ২২ রান দূরে থামতে হয়েছে দলকে। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টপ অর্ডারের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলছেন। ঢালাও সার্টিফিকেট দিচ্ছেন জাদেজাকে। পাশাপাশি অধিনায়ক শুভমন গিলেও ভরসা রাখছেন সৌরভ।
আরও পড়ুন-ডার্বির আগে স্বস্তির জয় মোহনবাগানের
সংবাদ সংস্থাকে সৌরভ বলেছেন, টপ অর্ডার যদি সামান্য লড়াই করত, তাহলে ম্যাচটা ভারতেরই হত। জাদেজার অসাধারণ লড়াইয়ের প্রশংসা করে তিনি বলেন, জাদেজা ব্যতিক্রমী। যতদিন সে এইভাবে ব্যাটিং করবে এবং এমনই পারফরম্যান্স করে যাবে, ততদিন ভারতের হয়ে খেলবে। জাদেজা প্রায় ৮০টি টেস্ট ম্যাচ এবং ২০০-র উপর একদিনের ম্যাচ খেলেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সমান পারদর্শী। অভিজ্ঞতার সঙ্গে তার ব্যাটিংয়ের উন্নতি হয়েছে। জাদেজা একজন বিশেষ খেলোয়াড় এবং এই ভারতীয় দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ।
লর্ডসে ব্যাটে রান না পেলেও সিরিজে শুভমনের নেতৃত্ব ও ব্যাটিং ফর্মের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। লর্ডসে ইংল্যান্ডের দুই ওপেনারের সময় নষ্ট নিয়ে শুভমনের অতি আগ্রাসী মনোভাবের সমালোচনা করতে চাননি সৌরভ। বরং তরুণ অধিনায়ককে নিয়ে আশাবাদী তিনি। বলেন, শুভমন ভুল থেকে শিখবে। নিজের মতো করে ঠিক সামলে নেবে। ধীরে ধীরে সব শিখে যাবে। কেউ তো আর প্রথম থেকে ভাল অধিনায়ক হয়ে যায় না। এজবাস্টনে ও দারুণ নেতৃত্ব দিয়েছে। ওকে আরও সময় দিতে হবে।
প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট মনে করেন, রানটা তুলে লর্ডস টেস্ট জেতা উচিত ছিল আমাদের। সৌরভের কথায়, যেভাবে সিরিজে ভারত ব্যাট করছিল তাতে ১৯০-১৯২ রান তুলে দেওয়া উচিত ছিল।