প্রতিবেদন : ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের কীর্তিতে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন, দুর্দান্ত সাফল্য এনেছে মেয়েরা। আগামী দিনে আরও সাফল্য অপেক্ষা করছে। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে বাংলা-ঝাড়খণ্ড রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন সৌরভ।
আরও পড়ুন-দেশে ফিরলেন বিশ্বজয়ীরা, বোর্ডের সংবর্ধনায় থাকবেন শচীনও
ইডেন ছাড়ার সময় সৌরভ বললেন, ‘‘ভারতীয় মহিলা দল খুব ভাল পারফরম্যান্স করেছে। ভবিষ্যতে আরও সাফল্য আসবে। ভারতীয় ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে। বাংলার মেয়ে তিতাস সাধুর বোলিংও মুগ্ধ করেছে সৌরভকে। বলেন, ‘‘খুব ভাল পারফরম্যান্স করেছে বাংলার মেয়ে।’’ কয়েকদিন পরই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ভাল খেলার ব্যাপারে আশার কথা শোনালেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট হয়েছেন সৌরভ। ইডেনে রঞ্জি কোয়ার্টার ফাইনাল দেখার পাশাপাশি কিছু পরিকল্পনাও সেরে রাখছেন প্রাক্তন বোর্ড প্রধান। সূত্রের খবর, আইপিএলে দিল্লি দলের সাপ্লাইলাইন তৈরির জন্যই রঞ্জি ম্যাচে নজর রাখছেন সৌরভ।