প্রতিবেদন : এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর এক মাস অতিক্রান্ত। দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তার পর থেকে বিরাটদের ব্যর্থতা নিয়ে সেভাবে কোনও মন্তব্য করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। অবশেষে বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট। জানিয়ে দিলেন, টি-২০ বিশ্বকাপে খুব খারাপ পারফরম্যান্স করেছে ভারত। গত ৪-৫ বছরের মধ্যে জঘন্যতম পারফরম্যান্স এটা। এবার টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে তিনি যে খুব হতাশ, তা বুঝিয়ে দিয়েছেন বোর্ড প্রধান।
আরও পড়ুন : Omicron আক্রান্ত এবার গুজরাত ও মহারাষ্ট্রেও
একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘‘সত্যি কথা বলতে কী, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের নিরিখে বলব, ভাল ফল করেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমরা পাকিস্তানের কাছে হেরে যাই। ২০১৯ বিশ্বকাপে আমরা গোটা টুর্নামেন্টেই অসাধারণ ছিলাম। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের একটা খারাপ দিন ছিল।’’ এর পরই বোর্ড প্রেসিডেন্ট যোগ করেন, ‘‘যেভাবে এবারের টি-২০ বিশ্বকাপে দল খেলেছে, তাতে আমি হতাশ। আমি মনে করি, গত চার-পাঁচ বছরের মধ্যে জঘন্যতম পারফরম্যান্স।’’ সৌরভ উল্লেখ করেননি, ভারতীয় দল ঠিক কোথায় ভুল করেছে বা কোন জায়গায় খামতি ছিল। তবে জানিয়ে দিলেন, দল সেরাটা দেয়নি। বোর্ড প্রধানের কথায়, ‘‘বড় টুর্নামেন্টে মাঝে মধ্যে এটা হয়। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা দেখে আমার মনে হয়েছে, ভারতীয় দল তাদের ক্ষমতার মাত্র ১৫ শতাংশ কাজে লাগিয়েছে। এটাই ব্যর্থতার কারণ বলে মনে হয়েছে।’’