প্রতিবেদন : আইপিএল ফাইনাল কি শেষ পর্যন্ত পাবে ইডেন গার্ডেন্স। জোর চর্চা, শুধু ফাইনালই নয়, প্লে-অফ ম্যাচও ইডেন থেকে সরে যেতে পারে বলে খবর। যদিও ইডেন যাতে বঞ্চিত না হয়, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন, যাতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আইপিএল ফাইনাল এবং প্লে-অফ দুটো ম্যাচই ইডেনেই হয়।
শনিবার লেক ক্লাবের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রসঙ্গে সৌরভের বক্তব্য, ‘‘সব ধরনের চেষ্টা চলছে। যাতে ইডেনে ফাইনাল ও প্লে-অফ দুটোই হয়। অত সহজে সরে যাওয়া যায়? তবে বিক্ষোভ, মিছিল করে কিছু হবে না। বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। বিসিসিআইয়ের সঙ্গে সিএবির সম্পর্ক খুব ভাল। আমি আশাবাদী, সব ঠিক হয়ে যাবে।’’ আইপিএলের নতুন সূচিতে ইডেনে লিগ পর্বের কোনও ম্যাচ না থাকার কারণ হিসেবে সৌরভ বলছেন, ‘‘কেকেআর তো সবক’টা হোম ম্যাচ টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগেই খেলে ফেলেছিল। তাই ইডেন গ্রুপ পর্বের কোনও ম্যাচ পায়নি। কেকেআরের ম্যাচ থাকলে, ভেনুর তালিকায় ইডেনেরও নাম থাকত।’’
আরও পড়ুন-ফের হার ম্যান ইউয়ের
সৌরভ এদিন আরও জানিয়েছেন, বিরাট কোহলির টেস্ট অবসরে তিনি বিস্মিত। তাঁর বক্তব্য, ‘‘খেলা ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত। বিরাট নিজের ইচ্ছেতে টেস্ট থেকে অবসর নিয়েছে। তবে ওর কেরিয়ার অসাধারণ। রোহিত শর্মারও। তবে আমি এই হঠাৎ অবসরে কিছুটা অবাকই হয়েছি।’’ নতুন টেস্ট অধিনায়ক হিসাবে শুভমন গিলের নাম ভাসছে। সৌরভ বলছেন, ‘‘নির্বাচকরা যেটা ভাল বুঝবেন, সেটাই করবেন। অনেকগুলো দিক ভাবার আছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার ব্যাপার আছে। বুমরারও চোট। সব দিক বুঝে সিদ্ধান্ত নিতে হবে।’’