প্রতিবেদন : তিনি বিশ্বকাপ ট্রফি ভীষণ কাছ থেকে দেখেছেন। কিন্তু হাতে তুলতে পারেননি। ফাইনালে উঠেও রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত।
আরও পড়ুন-অন্য কেউ নয়, সৌরভের আইসিসি প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল : মুখ্যমন্ত্রী
বঙ্গকন্যা রিচা ঘোষের হাতে বিশ্বকাপ উঠেছে দেখে তাই রীতিমতো উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর এই খুশি ধরা পড়ল শনিবার বিকেলে সিএবির রিচা-বরণ অনুষ্ঠানে। সৌরভ বলছিলেন, আমার মনে হয় রিচা আমার মেয়ে সানার থেকেও ছোট। এত কম বয়সে এত কিছু অর্জন করে ফেলাটা বিশাল ব্যাপার। এজন্য ওকে আমার অভিনন্দন। তাঁর সময়ে সৌরভ ছিলেন বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর আর শচীন তেন্ডুলকরের ওপেনিং জুটি সাদা বলের দুনিয়ায় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে সৌরভ বুঝতে পারছেন সাদা বলের ক্রিকেটে ছ’নম্বরে ব্যাট করা কত কঠিন। কেন? সিএবির মঞ্চে দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাখ্যা, ছয়ে নেমে ব্যাট করা কঠিন এইজন্য যে তখন বল কমে আসে। কিন্তু রানের গতি বাড়াতে হয়। রিচা ঠিক এই কাজটাই করছে। আর সেটা খুব ভাল করেই করছে। এখানেই না থেমে সৌরভ আরও বলছিলেন, রিচার বয়স কম। সামনে লম্বা ক্রিকেট জীবন পড়ে আছে। একদিন ও ভারতের অধিনায়ক হবে, এটা আমি দেখতে চাই। এইসঙ্গেই মেয়েদের প্রিমিয়ার লিগের কথাও টেনে আনেন সিএবি সভাপতি। ওমেন্স প্রিমিয়ার লিগের দিনের আলো দেখতে পাওয়ার পিছনে বড় ভূমিকা ছিল সৌরভের। তিনি তখন বোর্ড সভাপতি। সৌরভ বললেন, এই লিগ মেয়েদের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করেছে। মঞ্চে বসা ঝুলন গোস্বামীর কথা টেনে তিনি বলেন, ঝুলনদের সময় এত কিছু ছিল না। কিন্তু ঝুলন-মিতালিরা ভারতে মেয়েদের ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে। রিচাদের কাপ জয়ে যা আরও এগিয়ে দেবে বলেই আমার বিশ্বাস।

