আন্তর্জাতিক

বাংলায় কারখানা তৈরির আগ্রহ, স্পেনীয় সংস্থার সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রীর পাশে আজ শিল্প সম্মেলনে থাকবেন সৌরভ

কুণাল ঘোষ, মাদ্রিদ (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী):  আজ, শুক্রবার মাদ্রিদে শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ বাংলা থেকে যাওয়া বণিকসভার সদস্যসহ বিভিন্ন শিল্পপতিরাও এই সম্মেলনে উপস্থিত থাকবেন৷ এই শিল্প সম্মেলনে আজ মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি বৃহস্পতিবার সন্ধে ছ’টায় মাদ্রিদে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ দু’জনের একান্তে বৈঠকও হয়৷ রাজ্যে শিল্প মানচিত্রে যোগ হতে চলেছে নয়া পালক৷ বাংলায় বিনিয়োগে আগ্রহী একাধিক স্পেনীয় সংস্থা৷ হবে একাধিক কারখানা৷ বৃহস্পতিবার মাদ্রিদে শিল্প বৈঠকে এই সফরে মুখবন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাংলায় বিনিয়োগ আনতে স্পেন সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব-নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার মাদ্রিদে স্পেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ইনডিটেক্স গ্রুপ-সহ একাধিক বিদেশি সংস্থার উপস্থিতিতে এই শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী বিশদে ব্যাখ্যা করেন রাজ্যের শিল্পনীতি, প্যাকেজ, ইনসেনটিভের বিষয়গুলি।
বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধে নাগাদ শিল্প বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব, প্রধান সচিব গৌতম স্যান্যাল। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী বাংলার শিল্প পরিবেশ, শিল্পনীতি, প্যাকেজ, ইনসেনটিভ সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিত জানান শিল্পপতিদের। একইসঙ্গে বলেন, বাংলায় দক্ষ শ্রমিক আছে, পরিকাঠামোর অভাব নেই। আপনারা বাংলায় কিছু করুন, আমরা খুব খুশি হব। আপনাদের কাজ করতে যা যা প্রয়োজন, আমাদের জানালে আমরা তা তৈরি করে দেব। কোনও অসুবিধা হবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আরও বলেন, আমি সাতবারের সাংসদ ছিলাম। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলাম। সমস্ত কারখানায় লকআউট, ধর্মঘট – এসব তুলে দিয়েছি। এখন আমাদের এখানে ধর্মঘট, বনধ শূন্যতে নামিয়ে এনেছি। বাংলার শ্রমিকদের দক্ষতা বাড়াতে আমাদের কর্মসূচি রয়েছে। এখানে প্রচুর দক্ষ শ্রমিক রয়েছেন। অস্ট্রেলিয়া, কানাডা থেকেও আমাদের শ্রমিকদের নিয়ে যায় কাজের জন্য। কারণ তাঁরা এতটাই দক্ষ। তাছাড়া বিদ্যুতেরও কোনও সমস্যা নেই। ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পরিষেবা পাবেন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল হাব রয়েছে। ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে৷ জমির কোনও সমস্যা হবে না৷ বাংলায় আরও বেশি শিল্প আনতে চাই আমরা। শিল্প গড়ার সমস্ত পরিকাঠামো, আদর্শ পরিবেশ রয়েছে আমাদের। বাংলায় আসুন, বিনিয়োগ করুন৷ আজ শিল্প সম্মেলনে স্পেনের বিনিয়োগকারীদের এই বার্তাই দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন-ফুটবলে বিপ্লব, বাংলায় এবার তৈরি হবে বিশ্বমানের অ্যাকাডেমি

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago