আজ মনোনয়ন জমা সৌরভের সিএবি নির্বাচন

প্রচুর আলোচনা। নানা অঙ্ক। এসবের পর আজ, রবিবার সিএবি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

Must read

প্রতিবেদন : প্রচুর আলোচনা। নানা অঙ্ক। এসবের পর আজ, রবিবার সিএবি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
কিন্তু শেষদিন পর্যন্ত সৌরভের প্যানেল কী হবে তা নিয়ে সাসপেন্স অব্যহত। শনিবার রাত পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিরোধীরা আলাদা করে কোনও প্যানেল হয়তো দেবেন না। বরং চেষ্টা হচ্ছে যাতে দু’তরফের মিলিত প্যানেলকে দাঁড় করানো যায়। সেক্ষেত্রে সভাপতি হিসাবে মনোনয়ন জমা দেবেন সৌরভ স্বয়ং। সহসভাপতি হিসাবে সৌরভ অরুণলালকে চাইলেও নাম ভাসছে বিশ্ব মজুমদারের। সচিব পদের জন্য মনোনয়ন জমা দিতে পারেন উয়াড়ির প্রবীর চক্রবর্তী। যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ হিসাবে নাম উঠে আসছে দেবব্রত দাস ও নরেশ ওঝার।

আরও পড়ুন-বাজি পোড়ানো যাবে রাত ৮ থেকে ১০টা, সময়সীমা বেঁধে দিল পর্ষদ

২০ অক্টোবর আইসিসির মনোনয়ন পেশের চূড়ান্ত সময়সীমা ছিল। তাতে সৌরভের নাম না যাওয়ায় তিনি যে সিএবি প্রশাসনে আরও একবার আসছেন, সেটা পরিষ্কার হয়ে যায়। তবে বর্তমানে সচিব পদে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় থাকায় দাদা-ভাই একসঙ্গে সিএবি প্রশাসনে থাকবেন কি না তা নিয়ে ময়দানে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই লেখার সময় পর্যন্ত যা খবর তাতে সিএবিতে স্নেহাশিসের পালা সম্ভবত শেষ। তবে সৌরভ বলেই প্যানেলের বিষয়ে চূড়ান্ত করে কেউ কিছু বলতে পারছেন না। ময়দানের কেউ কেউ বলছেন, শেষলগ্নে আরও কিছু চমক নাকি থাকতে পারে। এমনও হতে পারে প্রাক্তন বোর্ড সভাপতি আর সিএবি নির্বাচনে দাঁড়ালেনই না। সেক্ষেত্রে সভাপতি হিসাবে মনোনয়ন জমা দেওয়া নিশ্চিত স্নেহাশিসের।

Latest article