রাজনৈতিক প্রতিহিংসা: সৌরভের নাম গেল না আইসিসিতে

Must read

প্রতিবেদন : সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly- Mamata Banerjee) বাংলার গর্ব, ভারতের গর্ব, পৃথিবীর গর্ব। তাকে আইসিসিতে পাঠানো হল না। ভাবা যায়! এটা লজ্জার। রাজনৈতিক প্রতিহিংসা। শিলিগুড়িতে থেকে কলকাতায় নেমেই ফের ক্রিকেটে রাজনীতির প্রসঙ্গ তুলে বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রকাশ্যেই বিজেপি সরকারকে অনুরোধ করেছিলাম সৌরভের (Sourav Ganguly- Mamata Banerjee) নাম আইসিসি নির্বাচনে পাঠানোর জন্য। কারণ ও যোগ্য। সৌরভ গেলে দেশের গৌরব বাড়ত। জগমোহন ডালমিয়া বা শরদ পাওয়ার তো হয়েছিলেন। কোন গোপন কারণে সৌরভকে বঞ্চিত করা হল। ওই জায়গাটা আগামিদিনে কার জন্য তুলে রাখা হল? যদি শচীন তেন্ডুলকর বা আজহারউদ্দিনের নাম এই জায়গায় থাকত আমরা নির্দ্বিধায় সমর্থন করতাম। বাংলার মানুষ এটা সহজভাবে নিচ্ছে না। এটা লজ্জার এবং রাজনৈতিক প্রতিহিংসা। আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম। অনেক সময় প্রশাসনে রাজনৈতিক ব্যক্তি ছাড়া পাওয়া যায় না। ঠিক আছে। কিন্তু এক জনের জন্য আর এক জনকে কেন বঞ্চিত হবে? যদি কারওর যোগ্যতা থাকে, তাহলে সে কেন বঞ্চিত হবে? কেন্দ্রীয়মন্ত্রীর ভাইকে পদে পদে বসিয়ে দিয়েছে। সব নিজেদের লোক। সৌরভের টার্ম থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করা হল অথচ জয় শাহ রয়ে গেল। এটা কী করে হয়? এটা শুধু দেশের ক্রীড়াপ্রেমী নয়, সারা দেশের কাছে লজ্জাজনক। আমরাও শেষ দেখব।

আরও পড়ুন-ভারতীয় জঞ্জাল পার্টি, দুর্নীতি মেখে কুটোপাটি

Latest article