প্রতিবেদন : বাংলার প্রান্তিক জেলা দক্ষিণ ২৪ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা বৈঠক করল পঞ্চায়েত দফতর৷ বুধবার সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে আয়োজিত এই উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী, সচিব–সহ জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা৷
এই পর্যালোচনা বৈঠকে পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট, বাংলার বাড়ি, শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা, আনন্দধারা, পঞ্চদশ অর্থ কমিশন, কর্মশ্রী–সহ যাবতীয় নাগরিক সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে হয় আলোচনা৷ আগামীতে পঞ্চায়েত উন্নয়নের কাজ কীভাবে এগোবে সেই নিয়েই রূপরেখা তৈরি হয়। দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আজকের পর্যালোচনা বৈঠক সফলতার সঙ্গে হয়েছে৷ ১০০ দিনের কাজের টাকা, যা আটকে আছে তা যেন আবার শুরু হয়, মানুষের যে জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সব দিকে যেন উন্নয়নের কাজে হাত দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে সাধারণ মানুষের জন্য আরও অনেক প্রকল্প নিয়ে আসছেন, পথশ্রী প্রকল্পের কাজগুলোর দিকে আরও বেশি নজরদারি চালাতে হবে।
আরও পড়ুন-গুটখায় নিষেধাজ্ঞা বহাল
বাংলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি নতুন রাস্তা ও মেরামতির হচ্ছে৷ কাজের গুণমানে খামতির অভিযোগ উঠলেই দ্রুততার তদন্ত করতে নির্দেশ দেওয়া সংশ্লিষ্ট কর্মী–আধিকারিকদের৷ গাফিলতি প্রমাণিত হলেই সেই নির্মাণ সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে জানান পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথন৷ বৈঠকে জানা যায়, জেলা থেকে দ্বিতীয় পর্যায়ে প্রায় ৩ লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেতে চলেছেন৷ এর জন্য যাবতীয় কাজ ৩ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে৷ শৌচালয় বানানোর জন্যও দেওয়া হবে আর্থিক সাহায়্য৷
বৈঠকের উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দিলীপ মণ্ডল, শিউলি সাহা, বেচারাম মান্না, জেলাশাসক অরবিন্দকুমার মিনা, সাংসদ প্রতিমা মণ্ডল, বাপি হালদার, সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, একাধিক বিধায়ক, বিডিও–সহ জেলার সমস্ত স্তরের জনপ্রতিনিধি, আধিকারিকরা৷
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…