লজ্জার হার ভারতের

Must read

গুয়াহাটি : ২০২৪ সালে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ২০২৫-এ দক্ষিণ আফ্রিকা। পরপর দু’বছর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারত। দু’বারই লজ্জার নজির কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে। ইডেন গার্ডেন্সের পর গুয়াহাটিতে আরও বড় বিপর্যয়। ০-২ ব্যবধানে সিরিজ হার। মঙ্গলবার দ্বিতীয় টেস্টের শেষ দিন কার্যত আত্মসমর্পণ করল ভারত (India_South Africa)। ৪০৮ রানে হার। এত বড় ব্যবধানে কখনও হারেনি ভারত। অন্যদিকে, ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা (India_South Africa)। অধিনায়ক টেম্বা বাভুমা ছুঁলেন হান্সি ক্রোনিয়ের কীর্তি। গুয়াহাটিতে ঋষভ পন্থদের ম্যাচ জেতার কোনও সুযোগই ছিল না। ৫৪৯ রানের একটা অসম্ভব লক্ষ্য ছিল ভারতের সামনে। কিন্তু হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে মঙ্গলবার সারা দিন ধরে ৮ উইকেট বাঁচাতে হত। লাঞ্চ পর্যন্তই টিককে পারলেন না সাই সুদর্শনরা। মাত্র সাড়ে তিন ঘণ্টায় ১৪০ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস।

আরও পড়ুন- বারাসতে মৃতের চোখ চুরি, ফের ময়নাতদন্ত মৃতদেহের, হল ভিডিয়োগ্রাফি

Latest article